এই সময়: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের ঠিক দু’মাসের মাথায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিবন্ধ সংকলন প্রকাশ করল আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের রাজ্য দপ্তরে মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে এই সংকলন প্রকাশ করা হয়। সেখানে ১৯৮২ সালে বুদ্ধদেবের লেখা পিকিং ডায়েরিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।অসুস্থ প্রমোদ দাশগুপ্তের সঙ্গে চিনে গিয়েছিলেন বুদ্ধদেব। চিনেই প্রমোদ দাশগুপ্তের মৃত্যু হয়। নিজের অভিজ্ঞতা একটি ডায়েরিতে লিখেছিলেন তিনি। কলকাতায় ফিরে আসার পরে সিপিএমের সাংস্কৃতিক মুখপত্রে ধারাবাহিক ভাবে ওই পিকিং ডায়েরি প্রকাশিত হয়। দীর্ঘ চার দশক পরে বুদ্ধদেবের সেই লেখা ফের সামনে আসছে।
একই রকম ভাবে বুদ্ধদেব কিউবা গিয়েছিলেন। তা নিয়েও তিনি হাভানা ডায়েরি লিখেছিলেন। সেটা-ও এই নিবন্ধ সংকলনে যুক্ত করা হয়েছে। বুদ্ধদেবের বহু পুরোনো এই লেখাগুলি সংগ্রহ করে সংকলিত করার কাজ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঞ্জন বেরা, সিপিএমের দলীয় মুখপত্রে কর্মরত প্রদোষ বাগচী প্রমুখ।
বুদ্ধদেবের এই নিবন্ধ সংকলন নিয়ে বিমান বসু বলেন, ‘সেই নিবন্ধগুলি বাছাই করা হয়েছে যার এখনও লাস্টিং ভ্যালু রয়েছে। কী ভাবে মাও সে তুঙের ভাবনার অপব্যাখ্যা করে মাওবাদ তৈরি করা হয়েছে তা নিয়ে বুদ্ধদেবের নিবন্ধ রয়েছে এই বইতে। তৎকালীন পিকিংয়ের অভিজ্ঞতা, হাভানার অভিজ্ঞতার কথা রয়েছে।’
এই নিবন্ধ সংকলনে অবশ্য বুদ্ধদেবে সম্পূর্ণ সাহিত্য সংক্রান্ত লেখাগুলি রাখা হয়নি। পরবর্তী সময়ে বুদ্ধদেবের সাহিত্য সংক্রান্ত লেখা একত্র করতে পারে আলিমুদ্দিন স্ট্রিট। সেলিমের কথায়, ‘বুদ্ধি-চর্চার পাশাপাশি বুদ্ধ-চর্চার প্রয়োজন রয়েছে। তাই ৩২০ পাতার এই সংকলন প্রকাশ করা হয়েছে। আমাদের বুক স্টলগুলিতেও মানুষ বুদ্ধদেবকে নিয়ে বই বেশি সংগ্রহ করছেন।’