আজ মহাষষ্ঠী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠল মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতে এল খারাপ খবর। আরজি কর হাসপাতালের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপিডি’তে ফাইনাল ইয়ারের তরুণী চিকিৎসক পড়ুয়ার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এই শ্লীলতাহানি করার অভিযোগের তির রয়েছে মুর্শিদাবাদ হাসপাতালেরই এক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা তরুণী চিকিৎসক পড়ুয়া।
এদিকে হাসপাতাল সূত্রে খবর, তরুণী চিকিৎসক পড়ুয়ার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে গত ৩০ সেপ্টেম্বর তারিখে। ওই চিকিৎসক তরুণী পড়ুয়া চিকিৎসককে ওপিডি’তে কাজ আছে বলে ডেকে পাঠান। কিন্তু যখন ওই তরুণী চিকিৎসক সেখানে পৌঁছন তখন ফাঁকা ছিল। ওপিডি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই তরুণী চিকিৎসকের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁকে হুমকি দেওয়া হয়। এই কথা প্রকাশ্যে আনলে কেরিয়ার শেষ করে দেওয়ার হবে বলে হুমকি দেওয়া হয়। এমনই অভিযোগ তুলেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসক পড়ুয়া। ভয়ে এতদিন এই কথা বলতে পারেননি নির্যাতিতা। নির্যাতিতার বয়ান অনুযায়ী, মুর্শিদাবাদ হাসপাতালের ওপিডি অর্থোপেডিক সার্জারি বিভাগের এক চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় মুর্শিদাবাদ হাসপাতালে। সিনিয়র চিকিৎসকই যদি জুনিয়রদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই তরণী চিকিৎসক পড়ুয়া কাউকে ভয়ে কিছু বলতে পারেননি। কিন্তু পরে তিনি বুঝতে পারেন মুখ না খুললে এমন অত্যাচার বারবার হবে তাঁর সঙ্গে। একটা দ্বিধা কাজ করছিল ওই তরুণী চিকিৎসক পড়ুয়ার মধ্যে। এরপর সাহস করে নির্যাতিতা প্রকাশ্যে আনলেন ওই চিকিৎসকের কুকীর্তি। আর তারপরই আন্দোলন শুরু হয়।
এই আন্দোলনে যথেষ্ট ভয় পেয়েছেন ওই চিকিৎসক। তাই তিনি আর হাসপাতালে আসছেন না বলে সূত্রের খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এবার নিরাপত্তার দাবিতে সেখানে অনশন আন্দোলন শুরু হয়েছে। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করতে শুরু করেছেন। দুর্গাপুজোর মরশুমে একজন চিকিৎসকের কুকীর্তির জেরে বহু রোগী চিকিৎসা পাবেন না বলে মনে করা হচ্ছে। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে ধর্মতলায় গত শনিবার থেকে আমরণ অনশন চলছে। তার মধ্যেই এমন অভিযোগ নতুন করে সমস্যা তৈরি করল।