• পুজোর মধ্যে ব্যবসায়ীর জামাইকে অপহরণের ছক বানচাল করল পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
  • উৎসবের মরশুমে খরচের অর্থ জোগাড়ের জন্য ব্যবসায়ীর জামাইকে অপহরণের ছক। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।


    পড়তে থাকুন - ‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা

    নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকারই এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি প্রোমোটিং ব্যবসার সাথে যুক্ত, তারই জামাইকে পঞ্চমীর রাতে নরেন্দ্রপুর বাইপাস লাগোয়া একটি ধাবায় ডেকে নিয়ে আসা হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় রানিয়া এলাকায়। ইতিমধ্যে তাঁর বাড়িতে ১১ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে রানিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য সোনারপুর সুভাষগ্রামের গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনারস্থল থেকেই চারজনকে গ্রেফতার করে পুলিশ।


    ধৃত ব্যক্তিদের নাম- হালিম মণ্ডল, শ্যামল বিশ্বাস, রাজা বণিক, আফজল। ধৃতরা প্রত্যেকেই দাগি আসামী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খুন, চুরি, ছিনতাই, কিডন্যাপিং-সহ বিভিন্ন কুকর্মে যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। তাদের চারজনকেই জিজ্ঞাসাবাদ জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)