• বারুইপুর লাইনে সকালে ৯ স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা উত্তরও পেল ২টি, রইল টাইমটেবিল
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
  • অবরোধের পরেই সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় ন'টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, আগামিকাল দিন শিয়ালদা-সোনারপুর এবং শিয়ালদা-বারুইপুর লাইনে সেই ন'টি স্পেশাল ট্রেন চালানো হবে। সেইসঙ্গে শিয়ালদা-বারাসত লাইনেও দুটি স্পেশাল ট্রেন চলবে। তাছাড়া পুজোর সময় যেরকমভাবে লোকাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছিল, সেভাবেই পরিষেবা দেওয়া হবে। 

    আসলে প্রথমে রেলের তরফে জানানো হয়েছিল, রবিবার যে সূচি মেনে ট্রেন চালানো হয়, সেভাবেই দুর্গাপুজোর কয়েকদিন এবং কোজাগরী লক্ষ্মীপুজোয় দুপুর দুটো পর্যন্ত পরিষেবা মিলবে। ফলে অন্যান্য কর্মদিবসে যেমন ট্রেন চলে, আজ সেরকম পরিষেবা মেলেনি। কিন্তু সকলের পুজোর সময় রোজ ছুটি থাকে না। তা নিয়ে বুধবার সকালে সোনারপুরে রেল অবরোধ করা হয়। প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ। তারপরই পুজোর কয়েকটা দিন কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে সকালে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।


    ১) শিয়ালদা-সোনারপুর স্পেশাল: সকাল ৯ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। সোনারপুরে পৌঁছাবে সকাল ১০ টায়।

    ২) শিয়ালদা-বারুইপুর স্পেশাল: সকাল ৬ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। সকাল ৭ টা ২৪ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।

    ৩) শিয়ালদা-বারুইপুর স্পেশাল: শিয়ালদা থেকে ছাড়বে সকাল ৭ টা ৮ মিনিটে। বারুইপুরে সকাল ৭ টা ৫০ মিনিটে পৌঁছাবে।

    ৪) শিয়ালদা-বারুইপুর স্পেশাল: শিয়ালদা থেকে সকাল ১০ টা ১২ মিনিটে ছাড়বে। বারুইপুরে পৌঁছানোর সময় হল সকাল ১০ টা ৫৬ মিনিট।


    ১) সোনারপুর-শিয়ালদা স্পেশাল: সকাল ৮ টা ৪২ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে সকাল ৯ টা ১৫ মিনিটে।

    ২) সোনারপুর-শিয়ালদা স্পেশাল: সোনারপুর থেকে ছাড়বে সকাল ১০ টা ১১ মিনিটে। শিয়ালদায় সকাল ১০ টা ৪৫ মিনিটে পৌঁছাবে।

    ৩) বারুইপুরৃ-শিয়ালদা স্পেশাল: সকাল ৭ টা ৩৫ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে। আর সকাল ৮ টা ২২ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। 

    ৪) বারুইপুরৃ-শিয়ালদা স্পেশাল: বারুইপুর থেকে সকাল ৭ টা ৫৮ মিনিটে ছাড়বে। সকাল ৮ টা ৪৫ মিনিটে শিয়ালদায় ঢুকবে। 

    ৫) বারুইপুরৃ-শিয়ালদা স্পেশাল: বারুইপুর থেকে ছাড়ার সময় হল সকাল ১১ টা ৮ মিনিট। আর সকাল ১১ টা ৫৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।


    ১) শিয়ালদা-বারাসত স্পেশাল: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। বারাসতে পৌঁছাবে সকাল ১০ টা ২৬ মিনিটে। 

    ২) বারাসত-শিয়ালদা স্পেশাল: সকাল ১০ টা ৪০ মিনিটে বারাসত থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে সকাল ১১ টা ২৭ মিনিটে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)