• আন্দোলনকারীদের রুখতে ধর্মতলায় চলন্ত বাস - লরির চাবি খুলে নিল কলকাতা পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
  • পুজো পরিক্রমায় বেরনো জুনিয়র চিকিৎসকদের গাড়ি আটকেও সুবিধা করতে পারল না পুলিশ। অন্দোলনকারীদের অদম্য জেদ আর জনগণের বিক্ষোভে গাড়ি ছাড়তেই হল তাদের। বুধবার ষষ্ঠীর দুপুরে এই ঘটনা ঘটেছে কলকাতার চাঁদনি চক এলাকায়।


    পড়তে থাকুন - ‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা

    পূর্বঘোষণা মতো বুধবার দুপুরে কলকাতা শহরে পুজো পরিক্রময়া বেরোন জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে লিফলেট বিলি করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বেশ কয়েকটি মাইক্রো ট্রাকে করে ধরনামঞ্চ থেকে রওনা দেন জুনিয়র ডাক্তাররা। গাড়ি কয়েক শ’ মিটার এগোতেই আটকায় পুলিশ। জানানো হয় গাড়ি নিয়ে এগনো যাবে না। তখন মুহূর্মুহূ স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। তাতে সেখানে জড়ো হয়ে যান পথচলতি মানুষজন। এরই মধ্যে ডাক্তারদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে পুলিশ। গাড়ির চাবি খুলে নেওয়া হয় বলে অভিযোগ। এরই মধ্যে গাড়ি নিউট্রাল গিয়ারে ফেলে জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষ মিলে গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে চলে যায়। এর জেরে বন্ধ হয়ে যায় যানচলাচল।


    ওদিকে জুনিয়র ডাক্তারদের সমর্থনে ধর্মতলায় মিছিল রুখতে অনশন মঞ্চে পৌঁছতে না পারে সেজন্য বেশ কয়েকটি বাস, ট্যাঙ্কারের চাবি খুলে নিয়ে চলে যায় পুলিশ। এর জেরে চৌরঙ্গী ষষ্ঠীর বিকেলে ব্যাপক জ্যাম লেগে যায়। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)