পুলিশ হেফাজতে ২ মহিলাকে নির্যাতনের অভিযোগে ডায়মন্ড হারবার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে রাজ্যের পুলিশ আধিকারিকদের সতর্ক করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সপ্তমীর সকালে রাজ্যের পুলিশ আধিকারিকদের সুকান্তবাবুর স্পষ্ট বার্তা, পিসি - ভাইপোর কথায় নাচবেন না। তাহলে বিপদ হবে।
গত ১৭ অগাস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন এক মহিলার বিরুদ্ধে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হলে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার নিমতা থেকে ২ জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, পুলিশ হেফাজতে তাঁদের ওপর অকথ্য অত্যাচার করা হয়েছে। সেকথা জানিয়ে কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন ২ নির্যাতিতা। সেই মামলার রায়ে সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই ঘটনার তদন্ত করবে সিবিআই।
আদালতের রায়কে হাতে নিয়ে এদিন সুকান্তবাবু বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে মহিলা কমেন্ট করেছে তার আগে তার আসেপাশে যারা উপস্থিত ছিলেন, তাদের ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার পুলিশ, ভাইপোর পুলিশ অকথ্য অত্যাচার করে জেলের ভিতরে। আপনারা জানেন, পুলিশ বা জেল হেফাজতে এই ধরণের অত্যাচার করা যায় না। আমরা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই। রিট পিটিশন দায়ের করা হয়।'
তিনি বলেন, 'সেই আবাদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যে নির্দেশ দিয়েছেন তা ভাইপো ও ভাইপো পুলিশের গালে সপাটে থাপ্পড়। এটা একটা ঐতিহাসিক রায়। আদালত এই ঘটনায় ভাইপো পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালত আরও জানিয়েছে, আবেদনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আদালত রায়ে আরও বলেছে, সিবিআইকে নির্যাতনে যুক্ত পুলিশ আধিকারিকদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করতে হবে।’
সুকান্তবাবুর পরামর্শ, ‘আমি পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশকর্মীকে বলব যে এই রায়টা ভালো করে পড়ুন। এর পর বিজেপির কোনও কর্মী যদি রাজনৈতিক কারণে গ্রেফতার হয় তার ওপরে পুলিশ হেফাজতে যদি একটা থাপ্পড় পর্যন্ত পড়ে সেই পুলিশকে আমরা জেলের ঘানি টানাব। সিবিআই তদন্ত করে ডায়মন্ড হারবার পুলিশের সেই আধিকারিকরা যারা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের কর্মীদের ওপরে এই অত্যাচার করেছে তাদের কেউ বাঁচাতে পারবে না। ডিভিশন বেঞ্চে যান, সুপ্রিম কোর্টে যান, যেখানে খুশি যান, আমরা ক্যাভিয়েট করে রাখব। পুলিশ আধিকারিকদের আমি স্পষ্ট বার্তা দিতে চাই, পিসিমণির কথায় ভাইপোর কথায় নাচবেন না। নাচলে বিপদ হবে।’