বুধবার সকালে নাগরিক সমাজের একাংশের তরফে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ইমেল করে জানানো হয়েছে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবিই তারা বৈধ বলে মনে করেন। সেই দাবিগুলি পূরণে অবিলম্বে পদক্ষেপ করা উচিত সরকারের। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো ও নিরাপত্তা চিকিৎসকদের অধিকার। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের যে হুমকি দেওয়া হয়েছে তারও তদন্ত দাবি করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
চিঠিতে রাজ্যে নারী নিরপত্তায় সামগ্রিক অসুরক্ষার পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করে লেখা হয়েছে, আরজি করের ঘটনার পর থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। যার ফলে সামগ্রিক অসুরক্ষার পরিবেশ তৈরি হয়েছে। তাই জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছে।
ইমেলে লেখা হয়েছে, চিকিৎসকদের দাবিকে সম্পূর্ণ ন্যয্য বলে মনে করছেন তাঁরা। তাই অবিলম্বে সরকারের উচিত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে বসা।