• আন্দোলনকারীদের দাবি বৈধ, আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রী ও CSকে চিঠি নাগরিক সমাজের
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
  • জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে পুজোর মধ্যে চাপ আরও বাড়ল মুখ্যমন্ত্রীর ওপর। এবার আন্দোলনকারীদের দাবিগুলিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন নাগরিক সমাজের একাংশ। সরকারের অবিলম্বে উদ্যোগী হয়ে দাবি পূরণে সক্রিয় হওয়া উচিত বলে আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে।


    পড়তে থাকুন - ‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা

    বুধবার সকালে নাগরিক সমাজের একাংশের তরফে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ইমেল করে জানানো হয়েছে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবিই তারা বৈধ বলে মনে করেন। সেই দাবিগুলি পূরণে অবিলম্বে পদক্ষেপ করা উচিত সরকারের। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো ও নিরাপত্তা চিকিৎসকদের অধিকার। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের যে হুমকি দেওয়া হয়েছে তারও তদন্ত দাবি করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

    চিঠিতে রাজ্যে নারী নিরপত্তায় সামগ্রিক অসুরক্ষার পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করে লেখা হয়েছে, আরজি করের ঘটনার পর থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। যার ফলে সামগ্রিক অসুরক্ষার পরিবেশ তৈরি হয়েছে। তাই জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছে।

    ইমেলে লেখা হয়েছে, চিকিৎসকদের দাবিকে সম্পূর্ণ ন্যয্য বলে মনে করছেন তাঁরা। তাই অবিলম্বে সরকারের উচিত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে বসা।


    ইমেলে স্বাক্ষর করেছেন নাগরিক সমাজের প্রায় ৭৫ জন প্রতিনিধি। সই করেছেন, অভিনেত্রী দেবলীনা, ঋদ্ধি সেন, কৌশিক সেন, রেশমি সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অধ্যাপক ঋত্বিকা বিশ্বাস, মইদুল ইসলাম, রজতকুমার দে, আইনজীবী সুপ্রতীক শ্যামল প্রমুখ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)