• ফের উদ্যোগী প্রশাসন, ষষ্ঠীর সন্ধেয় জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাক ...
    আজকাল | ১০ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এর আগেও একাধিকবার অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন, বৈঠক হয়েছে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গেও। ফের উদ্যোগী রাজ্য প্রশাসন। জুনিয়র চিকিৎসকদের টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসার আরজি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যসচিব। ইমেল পাওয়ার পর, জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁরা যাচ্ছেন স্বাস্থ্য ভবনে, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসতে।


    আরজি কর কাণ্ডের প্রতিবাদে দীর্ঘ সময় পথে জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার একগুচ্ছ দাবি মেনে নেওয়ার পর স্বাস্থ্য ভবনে সামনে থেকে অবস্থান তুললেও, ফের দশ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। অনশনের চার দিনের মাথায় বৈঠকে বসার ডাক দিল সরকার। বুধবার সন্ধে পৌণে আটটার মধ্যে বৈঠকে বসার কথা জানানো হয়। আন্দোলনকারীদের ৮-১০ জনকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে যোগ দেবেন তাঁরা।


    একদিকে যখন জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনে বসেছেন নিজেদের দাবি নিয়ে, তখনই একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে গণইস্তফা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার আরজি করের ৫০ জন চিকিৎসক গণইস্তফা দেওয়ার পরেই রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ইস্তফা দেন। তার মাঝেই বৈঠকের ডাক দিল সরকার।
  • Link to this news (আজকাল)