সপ্তমীতে বৃষ্টি কলকাতায়, পুজোর ৪ দিন কোন জেলায় কেমন আবহাওয়া?
আজ তক | ১০ অক্টোবর ২০২৪
হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল এবার পুজোয় বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি আগামী ২ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। প্রধানত এক দুই পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। চলুন পুজোর চারদিন বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।
পুজোর ৪ দিন বাংলার আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বিকেল বা সন্ধের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। যদিও এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুক্রবার ১১ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে অনেকটাই। দক্ষিণবঙ্গের শুধু নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অষ্টমীতে। ১২ তারিখেও এরকমই থাকবে আবহাওয়া। ১৩ তারিখে দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনাপুরে এক-দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৪ তারিখ এবং ১৫ তারিখ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার অর্থাৎ ৯ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে শুধু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের। ১১ তারিখের পর থেকে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।
অস্বস্তিকর গরম থাকবে
অস্বস্তিকর গরম বজায় থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। প্রতিবছর সাধারণত এই সময় দিনের তাপমাত্রা এমনটাই থাকে।