• মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত আর এক চিকিৎসক
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, চতুর্থ বর্ষের ওই ছাত্রীকে হাসপাতালেরই এক অর্থপেডিক বিভাগের চিকিৎসক শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, চিকিৎসকের কাছে নিজের ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে যান ওই ছাত্রী। তখনই এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ওই ছাত্রী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আজ, বুধবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছে। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।

    এই ঘটনায় মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অমিত কুমার দাঁ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মেডিক্যাল কলেজে যৌন হেনস্তার ঘটনার তদন্ত করার জন্য কমিটি রয়েছে। তারা এই অভিযোগ খতিয়ে দেখছে। এই ধরনের কোনও ঘটনা মেডিক্যাল কলেজে বরদাস্ত করা হবে না। তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক বলেন, ওই ছাত্রী আমার কাছে দীর্ঘদিন ধরেই ঘাড়ের ব্যথার চিকিৎসা করাত। হঠাৎ কেন এই ধরনের অভিযোগ করল তা বুঝতে পারছি না। ও অত্যন্ত ভালো মেয়ে।
  • Link to this news (বর্তমান)