জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ‘গণইস্তফা’র পথে হাঁটলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যাল কলেজের পর কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা ‘গণইস্তফা’ দিলেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘গণইস্তফা’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সিনিয়ররা। অপরদিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সিনিয়রদের তরফেও সরকারকে গণইস্তফার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম। বুধবার এনআরএস ও সাগর দত্ত মেডিক্যালের সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না করলে গণইস্তফা দেওয়া হবে। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।