• আর জি কর বিক্ষোভ LIVE UPDATES: স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তাররা, শুরু বৈঠক, এবার কি কাটবে জট?
    প্রতিদিন | ১০ অক্টোবর ২০২৪
  • অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে পুজোর মরশুমেও ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কর্মসূচির চারদিনের মাথায় বৈঠকের ডাক রাজ্যের। স্বাস্থ্যভবনে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসার আরজি জানিয়ে ইমেল মুখ্যসচিব মনোজ পন্থের। স্বাস্থ্যভবনে বৈঠকে কাটবে কি জট? আর জি কর বিক্ষোভের LIVE UPDATES:

    রাত ৯.২৩: স্বাস্থ্যভবন পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। ভেতরে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং টাস্কফোর্সের প্রতিনিধিরা।    

    রাত ৯. ১২: ম্যাডোক্স স্কোয়্যারের পর এবার ত্রিধারা সম্মিলনীতেও ‘উই ওয়ান্ট জাস্টিস স্লোগান’। আটক ৯. নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। প্রবল বিক্ষোভ। লালবাজার যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা।  

    রাত ৯.০৫: স্বাস্থ্যভবনের উদ্দেশে রওনা জুনিয়র ডাক্তারদের। 

    রাত ৮.০০: কারা যাবেন স্বাস্থ্যভবন, ঠিক করতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। 

    সন্ধে ৭.৩০: অনশনে মঞ্চে অভিনেত্রী অর্পণা সেন। হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। মুখ্যমন্ত্রীকে ধরনা মঞ্চে আসার অনুরোধ অপর্ণার। ‘জট কাটানোর পথ খুঁজে বের করা হোক, তাঁরা বিচার চান, বিচার হোক।’ বললেন বোস। 

    সন্ধে ৬.৪৫: সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের তরফে দেবাশিস হালদার জানান, “দুর্বল হয়ে পড়েছি বলে যাচ্ছি না। আরও একবার দাবি আদায়ের জন্য যাচ্ছি।”

    সন্ধে ৬.৩০: জুনিয়র ডাক্তারদের ফের আলোচনার টেবিলে ডাক রাজ্য়ের। বৈঠকে ডেকে ইমেল মুখ্যসচিব মনোজ পন্থের। 
  • Link to this news (প্রতিদিন)