• পুজোয় মেট্রোয় বিশেষ নিরাপত্তা
    এই সময় | ১০ অক্টোবর ২০২৪
  • এই সময়: আজ সপ্তমী থেকে নবমী পর্যন্ত টানা তিন দিন কলকাতা মেট্রোর ব্লু-লাইনে ট্রেন চলবে সারা রাত। গ্রিন লাইন-টু অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে রাত পৌনে দু’টো পর্যন্ত চালু থাকবে পরিষেবা। পুজোর ভিড় সামলাতে কলকাতা মেট্রোর কর্তারা এই দুই অংশে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

    জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শতাধিক অতিরিক্ত কর্মী বিভিন্ন স্টেশনে মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও প্রায় প্রতি স্টেশনে ভিড় সামাল দেওয়ার জন্য আলাদা করে বুকিং কাউন্টার খোলার জন্য প্রস্তুতি নিয়েছে মেট্রো। সব স্টেশনেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘কুইক রেসপন্স টিম, মহিলা রেলরক্ষী এবং স্টেশনে টহলদারির ব্যবস্থা করা হয়েছে।

    দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, সেন্ট্রাল, শিয়ালদহ, কালীঘাট, রবীন্দ্র সরোবরের মতো কিছু স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এই সব স্টেশনের কাছে একাধিক ‘বড় পুজো’ রয়েছে। এই কারণেই এই স্টেশনগুলোয় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।’
  • Link to this news (এই সময়)