এই সময়, রায়গঞ্জ: নির্মীয়মাণ ঘরের ভিতরে পায়রা ধরতে গিয়ে বোমা ফেটে জখম হলো এক কিশোর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গোদাহাট গ্রামে। আহত কিশোরকে বিহারের কিষানগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোদাহাট গ্রামে মহম্মদ ফিরদৌস নামে এক ব্যক্তির নির্মীয়মাণ দোকান ঘরের তাকে একটি প্লাস্টিকের ব্যাগে দু’টি বোমা রাখা ছিল। মঙ্গলবার বিকেলে ওই ঘরে পায়রা ধরতে যায় গ্রামেরই বছর দশের এক কিশোর। সেই সময় তাকে রাখা ব্যাগে হাত লেগে একটি বোমা মেঝেতে পড়ে ফেটে যায়। তাতেই গুরুতর জখম হয় ওই কিশোর। তার পায়ে বোমার আঘাত লেগেছে।
বোমা ফাটার আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। আহত কিশোরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে পার্শ্ববর্তী বিহারের কিষানগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আসে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে।বোমা দু’টি ওই ঘরে কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘরের মালিক ফিরদৌসকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়ালপোখর থানার আইসি এন টি ভুটিয়া।