আজ মহাষষ্ঠী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠল মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতে এল বড় খবর। দুর্গাপুজোয় কলকাতায় পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেপি নড্ডা। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ের পর এবার বঙ্গে আসছেন জেপি নড্ডা। আর বঙ্গ–বিজেপির নেতারা সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে নড্ডার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।
এখন কলকাতা শহরে আরজি কর হাসপাতালের ঘটনায় কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। আবার ধর্মতলায় চলছে আমরণ অনশন। এই আবহে রাজ্যে জেপি নড্ডার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। আগামীকাল মহাসপ্তমীতে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় নেতা। এখানে এসে বঙ্গ–বিজেপির বেশ কয়েকজন প্রথমসারির নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে জেপি নড্ডার। তাঁদের সঙ্গে কোনও বৈঠক হবে কিনা তার সূচি এখনও মেলেনি। তবে রাজ্য নেতাদের বার্তা দিতে পারেন তিনি। আবার মুখ খুলতে পারেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে।
বৃহস্পতিবার সকালে কলকাতা নেমেই জেপি নড্ডা সকাল ১১টা ৫০ মিনিটে যাবেন বেলুড় মঠে। সেখানে দর্শন ও পুজো দেওয়ার পর বেরিয়ে এসে বিজেপির সদর দফতরে যেতে পারেন। আবার সেখানে নাও বিশ্রাম নিতে পারেন। কারণ এখানের একটি হোটেল বুক করা রয়েছে তাঁর জন্য। তারপর সেখান থেকে বেরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো দেখতে যাবেন। এই পুজোর উদ্যোক্তা বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। তাই এখানে গিয়ে দেখা করবেন সবার সঙ্গে। এখানে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি সম্ভবত আসছেন না। তাই নড্ডা আসছেন।
তবে এখানেই শেষ নয়, বেশ কয়েকজন বিশিষ্ট মানুষজনের সঙ্গে বৈঠক করবেন জেপি নড্ডা। সেটা দুপুর ২টো নাগাদ বলে জানা যাচ্ছে। আর এই বৈঠকটি হবে ওয়েস্টিন হোটেলে। পাঁচতারা এই হোটেলে বিশিষ্ট মানুষজনের সঙ্গে বৈঠক করে নানা কথা জানাবেন তিনি। আবার শুনবেনও। তারপর বৃহস্পতিবার কলকাতায় থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। যদি না থাকেন তাহলে ওইদিনই নয়াদিল্লি উড়ে যাবেন। আর থাকলে পরবর্তী কর্মসূচি সামনে আসবে।