আজ মহাষষ্ঠী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠল মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতে ডাক্তারদের অনশন মঞ্চে হাজির হলেন অপর্ণা সেন। ওই মঞ্চেই উপস্থিত থাকতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেই তাঁরা উপস্থিত হলেন। সেখানে গিয়ে বক্তব্য রাখলেন অপর্ণা সেন। আর আগেই রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ, বুধবার ডাক্তারদের মঞ্চে রাজ্যপালের উপস্থিতি সরকার বিরোধিতা করতেই বলে মনে করা হচ্ছে।
আজ, আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকে ডাকল স্বাস্থ্যভবন। যেখানে উপস্থিত আছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ধর্মতলায় এখন চলছে আমরণ অনশন। সেখানেই গিয়েছেন অপর্ণা সেন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গাপুজোর সময় এমন আবহ তৈরি করা বেশ তাৎপর্যপূর্ণ। অনশনকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। আর অপর্ণা সেনের সঙ্গে ছিলেন আর এক অভিনেত্রী চৈতি ঘোষাল। আর অনশন মঞ্চে দাঁড়িয়ে অপর্ণা সেন বলেন, ‘আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। তাই এখানে চলে এসেছি। আপনারাও আসুন অনশন মঞ্চে। এখানে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।’
এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ডাক্তারদের শরীর ভাল আছে কিনা জিজ্ঞাসা করেন। আর বেশ কিছু কথা বলেন তিনি। তবে একবারও ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেননি আনন্দ বোস বলে সূত্রের খবর। ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, ‘সরকার ব্যর্থ মানুষকে পরিষেবা দিতে। তাই এখন মানুষ নোটিশ দিয়েছে সরকারকে। সেটা কি কেউ দেখতে পাচ্ছেন না? গোটা বিশ্ব দেখতে পাচ্ছে এই নোটিশ। গণইস্তফা দিয়েছেন ৫০ জন সিনিয়র চিকিৎসক। আরজি কর হাসপাতালের ডাক্তাররা এই গণইস্তফা দিয়েছেন পবিত্র দিনে।’ এই ভিডিয়ো বার্তা দেওয়ার পরই আজ সেখানে পৌঁছে গেলেন রাজ্যপাল।
অন্যদিকে রাজ্যপাল এখান থেকে রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে পাঠাতে পারেন। এমন খবরও শুনতে পাওয়া যাচ্ছে। সুতরাং রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। কারণ ভিডিয়ো বার্তায় রাজ্যপালের বক্তব্য ছিল, ‘নিজের বিবেককে নাড়া দেওয়া উচিত। যদি রাজ্যে কোনও দায়িত্বশীল সরকার থেকে থাকে তাহলে ভুল সংশোধন করুন এবং বাংলার মানুষের কাছে ক্ষমা চান।’ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অপর্ণা সেনও। তাই ডাক্তারদের মঞ্চে এসে অপর্ণা সেনের বক্তব্য, ‘মাননীয়া, আপনিও আসুন।’ এখানে মাননীয়া বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনশন মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন তিনি।