• কলকাতার সেরা পুজো, বোধনেই বিশ্ববাংলা শারদ সম্মান দিল রাজ্য, পুরস্কৃত জেলার পুজোও
    আনন্দবাজার | ০৯ অক্টোবর ২০২৪
  • বোধনের দিনেই কলকাতা-সহ শহরতলী এবং গ্রামীণ এলাকার সেরা পুজোগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। বুধবার নবান্নের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বরাহনগর, বিধাননগর, হাওড়া পুরসভা এলাকাগুলির মধ্যে বাছাই করে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করা হয়েছে।

    এই প্রতিযোগিতায় সেরার সেরা পুজোর পুরস্কার দেওয়া হয়েছে ৩২টি পুজোকে। সেরা সাবেকি পুজো হয়েছে ছ’টি, সেরা মণ্ডপ পাঁচটি, সেরা প্রতিমা তিনটি, সেরা পরিবেশবান্ধব পুজো ১৪টি, বিশেষ পুরস্কার ৩০টি, বিশ্ববাংলা পুজোর সেরা গানের একটি পুরস্কারও দেওয়া হয়েছে।

    কলকাতা-সহ সংলগ্ন এলাকার পুজোগুলিকে পুরস্কৃত করার পাশাপাশি ২২টি জেলার পুজোকেও পুরস্কৃত করা হয়েছে। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা সমাজসচেতনতার পুরস্কার দেওয়া হয়।
  • Link to this news (আনন্দবাজার)