• মুর্শিদাবাদের রণসাগর ভাই ভাই ক্লাবে শিবলিঙ্গের আদলে মণ্ডপ
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ থানার রণসাগর ভাই ভাই ক্লাবের পুজো লালগোলা মহকুমার প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম। এবার এই ক্লাবের পুজো ৮৫বছরে পা দিয়েছে। পুজোর উদ্যোক্তারা প্রথম থেকে সাবেকিয়ানায় আস্থা রেখেছিলেন। তবে গত এক দশক ধরে থিমের দিকে ঝুঁকেছেন তাঁরা। প্রতি বছর এই ক্লাবের পুজোয় থিমের চমক থাকে। থিমের টানেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। লালবাগ-লালগোলা রাজ্য সড়কের পাশেই বৃত্তাকার শিবলিঙ্গের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপের প্রবেশ পথে রয়েছেন ধ্যানমগ্ন শিব। তাঁকে দশভুজার রূপ দেওয়া হয়েছে। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। পঞ্চমীর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ হেডকোয়ার্টার(বহরমপুর) অনিলকুমার সিনহা, মহকুমা শাসক বনমালি রায়, এসফিপিও আকুলকর রাকেশ মহাদেব, মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার দেবব্রত রায় সহ এলাকার বিশিষ্টরা। প্রায় দুই শতাধিক দুঃস্থ মানুষের হাতে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া দেয়। এলাকাবাসীর বিনোদনের জন্য নবমীতে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দশমীর রাতে ব্যান্ড বাজিয়ে স্থানীয় জলাশয়ে দেবীকে বিদায় জানানো হবে।  ক্লাবের সভাপতি আশিস রায় বলেন, থিমের পুজো শুরুর পর থেকে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। সদর শহর বহরমপুরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। তবে অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের সমাগম সবচেয়ে বেশি হয়। পুজোর প্রধান উদ্যোক্তা রাজেশ মণ্ডল, প্রশান্ত রায় বলেন, শহরাঞ্চলের থিমের ভিড়েও রণসাগর ভাই ভাই ক্লাব প্রতি বছর চর্চার বিষয় হয়ে ওঠে। 
  • Link to this news (বর্তমান)