• মনসাপল্লির যুব সঙ্ঘের সাবেকি দুর্গাপ্রতিমা নজর কাড়ে সকলের
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দীর্ঘ ৬৭ বছর ধরে সাঁইথিয়ার মনসাপল্লির যুব সঙ্ঘের দুর্গাপুজো এলাকার বাসিন্দাদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই সংগঠন বরাবরই সাবেকিয়ানা মূর্তি পুজো করে আসছে। সেই সঙ্গে জোর দেয় আলোকসজ্জাতে। এবার পাড়ার প্রতিটি দিকেই আলোর গেট করা হয়েছে। দুই পুজো উদ্যোক্তা দিব্যেন্দু মণ্ডল, অভিজিৎ ঘোষ বলেন, আগে অগ্রজরা জোট বেঁধে এই পুজো শুরু করেন। তখন বাড়ির কাপড় দিয়ে প্যান্ডেল বেঁধে পুজো করা হত। এখন অনেকটাই জাঁকজমক এসেছে। নামী মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ করে আসছেন। এবারও খুবই সুন্দর ভাবে মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। পুজোকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান থাকছে। পুজোর খরচের একাংশ বরাদ্দ করা হচ্ছে এলাকার দুঃস্থদের জন্য পোশাক বিতরনে। যুব সঙ্ঘের পুজোতে পঞ্চমীতেই প্রচুর মানুষ প্রতিমা দর্শন করেছেন। আমাদের মায়ের মন্দির সকলের আশীর্বাদ, ভালোবাসায় গড়ে উঠেছে। এই বছর আমাদের আনুমানিক বাজেট চার লক্ষ টাকা। মৃৎশিল্পী ষষ্ঠী দাস বলেন, এইবছর প্রতিমা অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি।  
  • Link to this news (বর্তমান)