• প্রতিমা গড়তে সময় পার, পোশাক হয়নি মৃৎশিল্পীদের
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: দেবীকে সাজিয়ে মণ্ডপে পাঠিয়েছেন। নিজেদের জন্য কিছু ভাবার সময় নেই এখন। মৃৎশিল্পীদের সৃষ্টি আলো করে থাকবে পুজো মণ্ডপ। অথচ তাঁদের অনেকের গায়ে হয়তো এবার উঠবে না নতুন পোশাক।

    কালিয়াগঞ্জ ব্লকের পালপাড়ার আঙিনা ফাঁকা করে পুজো মণ্ডপে গিয়েছে প্রতিমা। তবে মাটি দিয়ে দেবীকে নিপুণভাবে গড়তে গিয়ে পুজোর নতুন জামা কেনা হয়নি শিল্পীদের। 

    বুধবার দুপুরে কালিয়াগঞ্জের দক্ষিণ আখানগরের পালপাড়ায় গিয়ে দেখা গেল ষাটোর্ধ্ব নেপাল পাল লক্ষ্মী প্রতিমা গড়ছেন। আজ সকালেই তাঁর কাছ থেকে মন্দিরে শেষ দেবী প্রতিমা গিয়েছে। খড়ের ওপর মাটির প্রলেপ দিতে দিতে নেপাল বলেন, এবছর ১২টি দুর্গা প্রতিমা গড়েছি। তিনমাস ধরে টানা প্রতিমা গড়তে হচ্ছে। এখন লক্ষী প্রতিমার কাজ শুরু করেছি।

    পুজোর বাজার হয়েছে? শুনেই হেসে বললেন, আমাদের আবার পুজোর বাজার। নাতিপুতিদের জামাকাপড় কেনা হয়েছে। আমাদের আর সময় কোথায়। ভাবছি একসময় গিয়ে নিজের জন্য কিছু একটা কিনে নেব। উচ্চ মাধ্যমিক পাশ করে পারিবারিক শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রতিমা গড়ার কাজ শুরু করেছিলেন প্রফুল্ল পাল।  তাঁর কথায়, ছোট থেকেই বাবাকে প্রতিমা গড়তে দেখেছি। তাঁর কাছ থেকে শিখেই এই পেশায় যুক্ত হয়েছি। সারাবছর টুকটাক কাজ লেগেই থাকে। সরস্বতী পুজো পর্যন্ত ব্যস্ততা থাকবে। পুজোর কেনাকাটা করেছি আজ সকালে। তবে পছন্দের কিছু পাইনি তেমন। দোকানে যে কয়েকটা পড়ে ছিল, তার মধ্যে থেকেই একটা নিয়েছি।তরঙ্গপুরের পালপাড়ায় গিয়ে দেখা গেল, দেবী প্রতিমা নিয়ে যাওয়ার পর খাঁ খাঁ করছে। শিল্পীরা জানালেন, দেবী দুর্গা ও তাঁর সন্তানদের প্রতিমা গড়ে ২০ থেকে ২৫ শতাংশ লাভ হয়। তবে শুধু বায়না অনুযায়ীই প্রতিমা গড়েন শিল্পীরা। সত্তর পার করেছেন শিল্পী অনিল পাল। তাঁর মন্তব্য, প্রতিমা গড়ার বায়নার টাকা পেয়েছিলাম। বাকি টাকা পেতে মাসদুয়েক অপেক্ষা করতে হবে। তাই নতুন জামাকাপড় কেনার মতো টাকা আর বেঁচে নেই। মাকে সাজিয়ে পাঠাতে পেরেছি, এতেই আমাদের শান্তি। শিল্পী ভুপাল পাল বললেন, দুর্গা প্রতিমা গড়তে আমাদের অনেক সময় লাগে। খরচও এখন অনেক বেড়েছে। তাই অর্ডার ছাড়া অতিরিক্ত প্রতিমা গড়ি না। এবছর ১৫টি প্রতিমা গড়েছি। আজ বিকালে শেষ প্রতিমা নিয়ে গিয়েছে। সপ্তমীর সকালে নতুন পোশাক কিনব। 

    (লক্ষ্মীপ্রতিমা তৈরির কাজ চলছে।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)