নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, কোচবিহার: ষষ্ঠীর সকাল থেকেই জমে উঠল কোচবিহারের পুজো। মঙ্গলবার রাতে আকাশ মেঘলা করে ঝিরঝিরে বৃষ্টি নেমেছিল। আর এতেই মন খারাপ হতে শুরু করেছিল পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের। এত কষ্ট করে বানানো মণ্ডপ আর আয়োজন যদি বৃষ্টিতে পণ্ড হয়! কিন্তু বুধবার সকাল থেকে কোচবিহারের আকাশ পরিষ্কার হয়ে যায়। শরতের ঝকঝকে রোদে চারদিক ঝলমল করে ওঠে। মন ভালো হয়ে ওঠে সকলের। সকাল থেকেই প্রচুর মানুষ দেবীবাড়িতে বড়দেবীর মণ্ডপে ভিড় জমাতে শুরু করে। কচিকাঁচা থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা দিনভর মন্দিরে ভিড় জমান। তরুণ-তরুণীরা সেজেগুজে রাস্তায় বেরিয়ে যায়। ভবানীগঞ্জ বাজার থেকে শুরু করে শহরের সমস্ত রাস্তায় ছিল ব্যাপক ভিড়। বহু মানুষ শেষ মুহূর্তের কেনাকাটা করেন।
বিকেল গড়াতেই শহরের পুজো মণ্ডপগুলিতে মানুষের ঢল নামে। আলো, আবহ সহ পুজোর আমেজ শহরকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়। শহরের উত্তরে শান্তিকুঠি ক্লাব ও ব্যায়ামাগার, ভারত ক্লাব ও ব্যায়ামাগার, নাট্যসঙ্ঘ, টাকাগাছ ক্লাব, বীণাপাণি ক্লাব ও ব্যায়ামাগারে প্রচুর মানুষ আগেভাগেই পুজো দেখতে আসেন। এদিকে, শহরের দক্ষিণ দিকে কোচবিহার নিউটাউন ইউনিট, তরুণদল হাজরাপাড়া, পাটাকুড়া ক্লাব সহ নানা মণ্ডপে ভিড় ছিল। মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরেও পুজো দেখতে যান অনেকে। ভিড় সামাল দিতে শহরে ছিল পুলিসি তৎপরতা। রেস্তরাঁ, খাবারের দোকান, বিউটি পার্লার সহ সব জায়গাতেই ভিড় ছিল।
এদিকে, দিনহাটার একাধিক ক্লাব এবারে বিগ বাজারের পুজো করেছে। শহরের অন্যতম পুজো সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা ‘এক টুকরো সিকিম’ ফুটিয়ে তুলেছে। মন্ত্রী উদয়ন গুহ’র পুজো হিসেবে পরিচিত শহিদ কর্নার দুর্গাপুজো কমিটি। মন্ত্রীর পুজোতেও উদ্বোধনের পরের দিন থেকেই ভিড় রয়েছে। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সিতাই-এর বাড়ির সামনেই হাসপাতালের মাঠে পুজো হয়। সিতাই সুভাষপল্লি বয়েজ ক্লাবের পুজো সাংসদের পুজো হিসেবে পরিচিত। এই পুজোর থিম ‘নারী’।
তুফানগঞ্জ-১ ব্লকের উত্তর অন্দরান-ফুলবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম ‘বিভ্রম’। এক নম্বর আরআর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। তুফানগঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। এবারে তাদের পুজোর ৭৫ তম বর্ষ। অন্যদিকে, তুফানগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিধানপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘শিবালয়’। এই সব পুজো দেখতেও ষষ্ঠীর দিন ভিড় হয়। মাথাভাঙা শহরের গুরুত্বপূর্ণ পুজোর মধ্যে অন্যতম পচাগড় আজাদহিন্দ ক্লাব, দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো, উত্তরপাড়া ব্যবসায়ী সমিতি, সুভাষপল্লি ও হাসপাতাল পাড়া দুর্গাপুজো কমিটি। প্রতিটি পুজো মণ্ডপে ব্যাপক ভিড় হয়। কোচবিহার সুভাষপল্লি স্পোর্টিংয়ে ভিড়। - নিজস্ব চিত্র।