এবার পাথরঘাটা পুজো কমিটির নয়া আকর্ষণ ‘জীবন্ত দুর্গা’
বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
পবিত্র বর্মন, শিলিগুড়ি: নারী নির্যাতনের প্রতিবাদে এবারও ব্যতিক্রমী ভাবনা পাথরঘাটা দুর্গাপুজো কমিটির। মাটিগাড়া ব্লকের পাথরঘাটার সবচেয়ে পুরনো পুজোয় এবার দেখা মিলবে জীবন্ত দুর্গা। সপ্তমী ও অষ্টমীর সন্ধ্যায় জীবন্ত দুর্গা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। ৬৮তম বর্ষে তাদের পুজো মণ্ডপ দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে। তা ঘিরে সাজো সাজো রব শহরতলিতে। পুজো কমিটির সদস্যরা বলছেন, জীবন্ত দুর্গা প্রদর্শনী গত বছর করা হয়েছিল। এবারও হচ্ছে। বালক-বালিকা, তরুণীদের সাত-আটজনের দল পুজো মণ্ডপে জীবন্ত দুর্গা সাজবে। পুজোও হবে জীবন্ত দুর্গার। পুজো কমিটির সভাপতি সৌরভ রায় বলেন, এবার পুজোয় পাথরঘাটাতে দেখা মিলবে অক্ষরধাম মন্দিরের। সঙ্গে থাকবে জীবন্ত দুর্গার দর্শন। পুজোর দিনগুলিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমীতে বস্ত্র বিতরণ করা হবে। অষ্টমী ও নবমীতে দরিদ্র নারায়ণ সেবাও হবে।
এই পুজোর মুখ্য পরামর্শদাতা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। তাঁর গ্রামেই এই পুজো। আনন্দবাবু জানান, এই পুজো আগে পাথরঘাটার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হতো। জায়গার অভাবে নির্দিষ্ট জায়গায় হতো না। পাথরঘাটার হেলাপাকড়িতে প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার পর সেই মাঠেই স্থায়ীভাবে কয়েক দশক ধরে দুর্গাপুজো হচ্ছে। দশমীর পর বিশাল মেলাও বসে। এদিকে, মাটিগাড়া প্রগতি সঙ্ঘের পুজোতে এবারও সাবেকিয়ানার ছোঁয়া। ১৯৯০ সাল থেকে তারা দুর্গাপুজো করে আসছে। এবার তাদের পুজো প্যান্ডেল কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে। পুজো কমিটির পক্ষে বাসুদেব বর্মন জানান, পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। - নিজস্ব চিত্র