• কাকাকে প্রাণে মারার চেষ্টা, ধৃত ভাইপো
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াচক: জমি নিয়ে বিবাদের জেরে কাকাকে প্রাণে মারার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বেদারাবাদ গ্রাম পঞ্চায়েতের সাটাঙ্গাপাড়ার মিস্ত্রিটোলায়। বুধবার সকালে জমিতে চাষাবাদ করা নিয়ে মাঠের মধ্যেই গণ্ডগোল বাধে সাটাঙ্গাপাড়ার বাসিন্দা রতন মণ্ডলের সঙ্গে মত্থন মণ্ডলের। সম্পর্কে তাঁরা দুই ভাই। বচসায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা। অভিযোগ, রতন ও তার ছেলে বিমল মত্থনের ওপর চড়াও হয়। রতনকে বাড়ির ভিতর থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে বাপ-ছেলে। এরপরেই তাকে প্রাণে মারার চেষ্টা করে রতন ও বিমল। 

    যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে রতনের স্ত্রী মিনতি মণ্ডল। পুলিস জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই বিমলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)