• খুনের অভিযোগে গ্রেপ্তার দুই
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: খুনের অভিযোগে মৃতের স্ত্রী ও প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করে হেফাজতে নিল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম বিকাশ দেবশর্মা ও মীরা দেবশর্মা। মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেপ্তার করে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাদের পাঁচদিনের পুলিস হেফাজত হয়েছে।   

    সোমবার সকালে কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের দাসিয়া গ্রামে বাড়ি সংলগ্ন তেজপাতা বাগান থেকে ঝরেন দেবশর্মার (৪০) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মঙ্গলবার মৃতের ভাইপো পবিত্র দেবশর্মা ঝরেনের স্ত্রী মীরা দেবশর্মা, এক প্রতিবেশী যুবক সহ একাধিক জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। 

    কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, খুনের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)