• শিবমন্দির পঞ্চানন স্মৃতি সঙ্ঘে নজর কাড়ছে সোনার রণতরী
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • শ্যামল পাল, বাগডোগরা: ‘সোনার রণতরী’ থিমে মণ্ডপসজ্জায় নজর কাড়ল শিবমন্দির পঞ্চানন স্মৃতি সঙ্ঘ। হোগলা পাতা এবং কলাগাছের ছাল শুকিয়ে এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে। আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের চড়ক মাঠে এই পুজোর আয়োজন হয়েছে। এবার তাদের বাজেট ১২লক্ষ টাকা।

    কালো সোনালি রঙে নিপুণ দক্ষতায় পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে।  মণ্ডপটি দেখলে মনে হবে একটি বিশালাকার নৌকো। সেটিই সকলের চোখে নজর কেড়েছে। প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। কুমারটুলির প্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জা মিলিয়ে এবছর সকলের মনে জায়গা করে নিয়েছে পঞ্চানন স্মৃতি সঙ্ঘের এই পুজো। পঞ্চমীতেই পুজোর উদ্বোধন হয়ে গেলেও চতুর্থীর সকাল থেকেই ব্যাপক ভিড় পুজো মণ্ডপে। ষষ্ঠীতে তা ছিল আরও বেশি। এদিন সন্ধ্যায় এই পুজো প্রাঙ্গনে মানুষের ঢল নামে। মণ্ডপের সামনে দৈত্যাকার একটি ধূপকাঠি লাগানো হয়েছে। যা সোনার রণতরী থিমকে আরও ফুটিয়ে তুলেছে।

    এদিন পুজো কমিটির কোষাধ্যক্ষ সুপ্রিয় দাস বলেন, প্রতিবারই আমরা কিছু না কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। এবারে সোনার রণতরী সকলের ভালো লেগেছে। আলোকসজ্জা ও প্রতিমা মিলিয়ে সকলের মন জয় করবে বলেই আমরা আশাবাদী। এছাড়াও পুজোর চারদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। 

    এই পুজো ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে প্রবল উত্সাহ। তারাও এই পুজোয় শামিল হন। ষষ্ঠী থেকেই দলে দলে পুজো ভিড় করেছেন মহকুমার বাসিন্দারা।
  • Link to this news (বর্তমান)