সংবাদদাতা, কুমারগ্রাম: ভুটানি মদ সহ এক যুবককে গ্রেপ্তার করল কুমারগ্রাম থানার পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে মদ পাচারে ব্যবহৃত একটি বাইক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম চিরঞ্জিত রায় (২৩)। কুমারগ্রামের মধ্য হলদিবাড়িতে তার বাড়ি। খবরের ভিত্তিতে মঙ্গলবার ভুটান সীমান্তের কুমারগ্রাম বনবস্তিতে নজরদারি শুরু করে পুলিস। এদিন রাতে নাগাদ ভুটানের দিক থেকে ভারতে ঢোকে কয়েকটি বাইক। পুলিসকে দেখে বাইক চালকরা পালিয়ে যায়। কিন্তু চিরঞ্জিত পড়ে গেলে পুলিস তাকে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৮ বোতল ভুটানি মদ উদ্ধার করা হয়।