সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর অন্দরান ফুলবাড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম বিভ্রম। এক নম্বর আরআর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুজো মণ্ডপ তৈরি হয়েছে।
মণ্ডপ তৈরি হয়েছে কাপড়, দঁড়ি ও সুতো দিয়ে। তুফানগঞ্জের বিগবাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম এই পুজো। এবারে তাদের পুজো ৭৫ তম বর্ষ। বাজেট ৩০ লক্ষ টাকা। পুজো মণ্ডপের বাইরে ও ভিতরে মিলিয়ে ৩০ ফুট লম্বা ৩২টি চক্র অনবরত ঘুরছে। রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। এছাড়াও পুজো কমিটির দুর্গা প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষ আকর্ষণ।
অন্যদিকে, শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিধানপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম শিবালয়। ৫৭তম বর্ষে পুজোর বাজেট ১০ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক তনু সেন বলেন, মণ্ডপজুড়ে থাকছে অসংখ্য শিবলিঙ্গ। আশা করছি, শিল্পীর নিখুঁত কাজ এবারও দর্শনার্থীদের নজর কাড়বে।