• পুজোতে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুলিস মোতায়েন
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলায় পুজো যাতে নির্বিঘ্নে কাটে তারজন্য সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুলিস আধিকারিক, সিভিক ভলান্টিয়ার,  হোমগার্ড, ভিলেজ পুলিস, অস্থায়ী হোম গার্ড মোতায়েন থাকছে। এছাড়াও থাকছে মহিলাদের সুরক্ষায় নিযুক্ত উইনার্স টিম। জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এই বিরাট পুলিস বাহিনী জেলাজুড়ে মোতায়েন থাকবে। 

    জানা গিয়েছে, দু’জন অতিরিক্ত পুলিস সুপার, ১২ জন ডিএসপি, ২১ জন ইন্সপেক্টর, ২৫০ জন সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জেলার বিভিন্ন থানায় কড়া নজরদারি চালাবেন। ৬০০ পুরুষ ও মহিলা কনস্টেবল, ৫০০ হোমগার্ড রাস্তা, পুজো মণ্ডপ সহ বিভিন্ন জায়গায় থাকবেন। এছাড়াও সাড়ে তিন হাজার সিভিক ভলান্টিয়ার, ১১৯ জন ভিলেজ পুলিস, ৫০০ টেম্পোরারি হোম গার্ড ও ৩৫ জনের উইনার্স বাহিনী পুজোর দিনগুলিতে সমস্ত জায়গায় কড়া নজরদাবি চালাবেন। সব মিলিয়ে মোট পাঁচ হাজার ৫৩৯ জন কর্মী সর্বদা সজাগ থাকবেন। জেলার অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিস আধিকারিকেরা মঙ্গলবার গভীর রাতে কোচবিহার শহরে সাইকেলে চেপে নাইট পেট্রোলিং করেছেন। 

    জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, পুজোর দিনগুলিতে দুই অতিরিক্ত পুলিস সুপার ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সহ প্রচুর পুলিস জেলাজুড়ে মোতায়েন থাকবে।
  • Link to this news (বর্তমান)