সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের চাঁচল-২ ব্লক সদরের মালতীপুর সর্বজনীন দুর্গাপুজোয় ডেঙ্গু ও পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক প্রচার করা হবে। এবছর এই পুজো ৭৮ বছরে পদার্পণ করছে। পুজো উদ্যোক্তারা জানান, দেশ স্বাধীন হওয়ার বছরেই পুজোর প্রথম সূচনা হয়। এলাকার বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রমশ সর্বজনীন দুর্গাপুজো সুপ্রতিষ্ঠিত হয়েছে। এবারে পুজোতে ডেঙ্গু সচেতনতার বার্তা দিতে ফ্লেক্স করে প্যান্ডেলে প্রচার করা হবে।
পুজো কমিটির সম্পাদক অমিত দাস বলেন, সরকারি অনুদান সহ এবারে পুজোর বাজেট বরাদ্দ করা হয়েছে আড়াই লক্ষ টাকা। মৃৎশিল্পী কৃষ্ণ পাল প্রতিমা তৈরির কাজ করেন। পুরোহিতের দায়িত্বে আছেন দেবব্রত সান্যাল। ব্লক সদরের অন্যতম মালতীপুর কাশিপাড়া সর্বজনীন দুর্গাপুজো মালতীপুর শরৎচন্দ্র বাণী মন্দির লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ স্মৃতি সংসদের উদ্যোগে। উদ্যোক্তাদের অন্যতম রাজীব সাহা বলেন, এই পুজো এবার ১৪ বছরে পদার্পণ করলো। পুজোয় প্যান্ডেলের বাইরে মণীষীদের ছবি ও বাণী দিয়ে সাজানো হবে। ডেঙ্গু সতর্কতা, প্লাস্টিক বর্জন বিষয়েও প্রচার থাকছে। বিসর্জনের দিন মালতীপুর লাইব্রেরি মাঠে আদিবাসী নৃত্য হবে। এই পুজোয় মহাষ্টমীর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক প্রচার ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি পালন করা হবে। পুজো কমিটির সভাপতি অমিত কর্মকার বলেন, এবারে পুজোয় সরকারি অনুদান সহ প্রায় ২ লক্ষ টাকা বাজেট। ঢাকের সাজে প্রতিমা তৈরি করেন মৃৎশিল্পী রকি পাল ও পুরোহিত শুভ্রজ্যোতি স্যানাল। ষষ্ঠীতে পুজো শুরু, দশমীতে শেষ ও একাদশীতে ভাসান হয়।