সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার গাজোল থানার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর দেহ গাজোল স্টেট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ কুণ্ডু (৪৫) । বাড়ি কচুয়াটোলা কলোনি পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলে পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গাজোল থানার পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।