• ‘অতিবাম রাজনীতির দাদাগিরিতে দিশা হারাচ্ছে প্রতিবাদ’, অনশনে ক্ষোভ আন্দোলনের অন্দরেই
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অরাজনৈতিক আন্দোলন। বিচারের দাবিতে গড়ে ওঠা প্রতিবাদের শপথ ছিল এটাই। অথচ আন্দোলন মঞ্চ এখন গ্রাস করেছে বাম এবং অতিবাম রাজনীতি। বহু জুনিয়র ও সিনিয়র চিকিৎসকই এখন রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। তাঁদের অভিযোগ, ‘এই আন্দোলন আমরা চাইনি। অভয়ার ধর্ষণ-খুনের দ্রুত বিচার ছিল আমাদের প্রধান লক্ষ্য। এখন সেটাই পিছনের সারিতে চলে গিয়েছে। চলছে শুধু স্বার্থসিদ্ধির রাজনীতি।’ তাঁদের দাবি, পুরো আন্দোলনটাই হাইজ্যাক করে নিচ্ছে অতিবাম রাজনীতি। তাই দিশা হারাচ্ছে প্রতিবাদ। 

    আন্দোলনের মধ্যে থাকা এক সিনিয়র চিকিৎসক বলছিলেন, ‘এমন একটা চার্জশিট দেওয়ার পরও সিবিআইয়ের বিরুদ্ধে যৌথ ফ্রন্টের একটা কর্মসূচি হবে না? সিজিও পর্যন্ত একটা মিছিল হবে না? ৫৫ দিন ধরে ওরা কী করেছে? খুনের মোটিভ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ, সে ব্যাপারে কিছুই জানা গেল না। এখন আমাদের অনশনের কর্মসূচিতে সমর্থন দিতে হচ্ছে। কেন এই অনশন? রাজ্য সরকারের বিরুদ্ধে? রাজ্য কি আমাদের দাবি মানেনি? আলোচনায় বসেছে। দাবিও মেনেছে। এবার পরিকাঠামো তো একদিনে হয়ে যাবে না। সে জন্য একটু সময় দিতেই হয়। ওরা যে ডেডলাইন দিয়েছে, সেটা পর্যন্ত অপেক্ষা করব না? ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে আন্দোলন তীব্র করার সুযোগ ছিলই। মানুষের মনেও আন্দোলনের অভিপ্রায় নিয়ে প্রশ্ন জাগত না। আস্থা বজায় থাকত।’ নজর করার মতো বিষয় হল, বুধবারই কিন্তু সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটি (সবক’টিই এসইউসিআইয়ের সংগঠন) একত্রে সিবিআইয়ের ‘ব্যর্থতা’র বিরুদ্ধে সিজিও কমপ্লেক্স অভিযান করেছে। অথচ, এই কর্মসূচি ডক্টরস ফ্রন্টের ছাতার তলাতেই হওয়ার কথা ছিল। সূত্রের খবর, অতিবাম রাজনীতির দাদাগিরিতেই তা সম্ভব হয়নি। ওই চিকিৎসক বলেন, ‘অত্যন্ত উগ্র অভিমুখে এই আন্দোলন নিয়ে যাওয়ার একটা রাজনৈতিক চেষ্টা চলছে। তা আন্দোলনের উদ্দেশ্য নয়। ডাক্তারদের ফ্রন্ট ভাগ হয়ে গিয়েছে। সামনে সেটা দেখা যাচ্ছে না। কারণ, আন্দোলনের প্রতি আমাদের প্রত্যেকের আবেগ রয়েছে। দিনরাত কর্মসূচি নিয়ে তুলকালাম হচ্ছে অন্দরে।’ উল্লেখযোগ্য বিষয় হল, সিপিআই(এমএল) লিবারেশন এর মধ্যে প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, ‘ধর্মতলায় আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের আমরণ অনশন এখনও অব্যাহত। এই অনশন আন্দোলন যে সমস্ত ন্যায্য দাবির ভিত্তিতে, রাজ্য সরকার সে সম্পর্কে অপরাধসম নির্লিপ্ততা ও অসংবেদী মনোভাব নিয়ে চলছে। আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করার বদলে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে সমগ্র ডাক্তার সম্প্রদায়ের বিরুদ্ধে।’ বার্তা স্পষ্ট—অতিবাম রাজনীতি আর নিজেকে এই আন্দোলনের আড়ালে রাখতে চাইছে না। আন্দোলনের অন্দরে তাই ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। আমরণ অনশন কর্মসূচি ইস্যুতেও কিন্তু ঐকমত্য নেই। ধর্মতলার মঞ্চে সাতজন অনশনে বসেছেন। উত্তরবঙ্গ মেডিক্যালে দু’জন। রক্তচাপের মতো শরীরের বেশ কিছু প্যারামিটার অনশনের ফলে কমতে থাকে। বুধবারের খবর, ধর্মতলায় একজনের শারীরিক অবস্থা খানিক উদ্বেগজনক। স্বাস্থ্যপরীক্ষার পর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাই একথা জানিয়েছেন। অথচ আন্দোলনকারী মঞ্চের একটা বড় অংশের দাবি ছিল, তৃতীয় কোনও পক্ষ প্রত্যেকদিন অনশনকারীদের স্বাস্থ্যপরীক্ষার কাজটা করুক। এক চিকিৎসক বলেন, ‘এতে সাধারণ এবং সরকারের মনে আন্দোলনকারীদের প্রতি বিশ্বাসযোগ্যতা বজায় থাকত। নিজেরা এই কাজটা করলে স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারে। অভিযোগ উঠতে পারে, এখানেও রাজনীতি চলছে। কাজেই স্বচ্ছতা প্রয়োজন।’
  • Link to this news (বর্তমান)