নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের ভরা মরশুমেও ট্রেন বাতিলের ধারাবাহিকতা বজায় রাখছে পূর্ব রেল! সারা বছর এই যন্ত্রণায় জেরবার হতে হয় যাত্রীদের। পুজোর সময়ও সেই ধারা বজায় রইল হাওড়া ডিভিশনে। তারা জানিয়েছে, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশীতে বাতিল থাকবে এক জোড়া কাটোয়া-ব্যান্ডেল লোকাল। বাতিল লোকালগুলির নম্বর হল, কাটোয়া থেকে ৩৭৭৪৬ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯। সংশ্লিষ্ট সেকশনে রেলের জরুরি কাজ চলবে। সেই কারণে এই দিনগুলির নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে। একই সঙ্গে কাটোয়া ও ব্যান্ডেলে যাত্রা শুরু ও বিরতি করবে আরও দু’টি লোকাল ট্রেন। যার নম্বর হল, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ব্যান্ডেল থেকে ৩৭৭৫১।