যানজট রুখতে উলুবেড়িয়ায় পুলিসের পাশাপাশি পুরসভার স্বেচ্ছাসেবকরাও
বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: পঞ্চমীর বিকেল থেকেই উলুবেড়িয়া শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় জমতে শুরু করেছিল। যার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল। পুজোর দিনগুলিতে শহরে যানজট রুখতে ও দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে মণ্ডপে পৌঁছতে পারেন, সেকারণে পুলিস ও সিভিক ভলান্টিয়ারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নামাচ্ছে উলুবেড়িয়া পুরসভা। বুধবার উলুবেড়িয়া পুরসভায় এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছাড়াও পুলিস আধিকারিকরা উপস্থিত ছিলেন। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, নির্দিষ্ট পোশাক পরে পুরসভার স্বেচ্ছাসেবকরা বুধবার থেকে শহরে যান নিয়ন্ত্রণে পুলিসকে সহায়তা করছেন। পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, বুধবার ও বৃহস্পতিবার আমাদের স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকছে। শহরে যানজট দূর করতে পুরসভার স্বেচ্ছাসেবকরা পুলিসকে সহায়তা করবেন। তাঁরা পুজোর সময় শহরে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বেআইনি পার্কিং, যততত্র গাড়ি দাঁড় না করানোর ব্যাপারে নজরদারি চালাবেন। তবে শুধু পুজোর ক’দিন নয়, পুজোর পরেও পুরসভার এই সেচ্ছাসেবকরা শহরে যানজট রুখতে পুলিসকে সহায়তা করবেন। দুর্গাপুজোর শেষে প্রতিমা নিরঞ্জনের সময় পুরসভার পক্ষ থেকে ঘাটগুলিতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অভয় দাস। তিনি বলেন, আগামী ১৪ অক্টোবর উলুবেড়িয়ায় দুর্গা কার্নিভাল হবে। যে সব পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে না, তাদের আগেই প্রতিমা নিরঞ্জনের জন্য অনুরোধ করা হয়েছে। নিরঞ্জনের জন্য ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, সাফাই বন্ধু, ক্রেনের পাশাপাশি নদীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী থাকবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান।