নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার অসহায় প্রবীণ নাগরিকদের পুজো পরিক্রমার আয়োজন করল বারাকপুর পুলিস কমিশনারেট। বারাকপুর পুরসভার সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু পুজো মণ্ডপ ঘোরানো নয়, সঙ্গে ছিল খাওয়া-দাওয়াও। ৩৬ জন প্রবীণ নাগরিক এদিন এই পরিক্রমায় অংশ নেন। বারাকপুর পুলিস কমিশনারেটের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ গাড়িতে নতুন জামা-কাপড় পরিয়ে তাঁদের মণ্ডপ ঘোরানো হয়। বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া এই কর্মসূচির সূচনা করেন। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা সঙ্গে ছিলেন। কমিশনার জানান, প্রথমে প্রবীণদের দক্ষিণেশ্বর মন্দির দেখানো হয়। তারপর বারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় বড় বড় পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয়। প্রত্যেকেই খুব খুশি।