• কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপুজো করছেন হিন্দু ও মুসলিম বাসিন্দারা
    বর্তমান | ১০ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: ধর্ম যার যার, উৎসব সবার– এই বার্তা নিয়ে এবছরই পুজো শুরু করেছে টাকি শহরের প্রাণের পুজো সর্বজনীন দুর্গোৎসব কমিটি। হিন্দু-মুসলিম মানুষের সমন্বয়ে শুরু হয়েছে এই দুর্গাপুজো। এখানে শুধু চাঁদা দেওয়াই নয়, রীতিমতো পুজো কমিটিতে থেকে চাঁদা তোলা-সহ সমস্ত কাজ কাঁধে কাঁধ মিলিয়ে করছে হিন্দু, মুসলিম, উভয় সম্প্রদায়ের মানুষ। 

    বুধবার এই প্রাণের পুজোর সূচনা করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, হাসনাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রমুখ। এখানে দুর্গাপুজোর যে কমিটি তৈরি হয়েছে, তাতে সম্পাদক হয়েছেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, সভাপতি হয়েছেন টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজি, কার্যকরী সভাপতি হয়েছেন প্রদ্যুৎ দাস।

    তামিলনাড়ুর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কুমোরটুলি থেকে এসেছে প্রতিমা। প্রথমবারই তাদের পুজোর বাজেট ২০ লক্ষ টাকা। পুজো কমিটির পক্ষে শাহানুর মণ্ডল, ফারুক গাজি, প্রদ্যুৎ দাসরা জানান, এবছর দুর্গাপুজোর সমস্ত ভার সবাই মিলে একসঙ্গে বহন করেছি। মণ্ডপসজ্জা কিংবা আলোকসজ্জার কাজ বা প্রতিমার বায়না করা, সব কাজেই আমরা সবাই একসঙ্গে ছিলাম। সেজন্য দুর্গাপুজোর আয়োজন অনেক সহজ বলে মনে হয়েছে। শুধু কমিটিতে থাকারা নন, পুজোয় চাঁদা দিচ্ছেন এলাকার অন্যান্য মুসলিম পরিবারও। পুজোর ভোগ বিতরণের কাজেও হাত লাগাচ্ছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)