সপ্তমীতে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভিজবে কলকাতা?
এই সময় | ১০ অক্টোবর ২০২৪
কখনও গলদঘর্ম অবস্থা। কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। এর মাঝেই ষষ্ঠীর ঠাকুর দেখা সম্পূর্ণ করেছেন শহরবাসী। তবে, সপ্তমীতেও কি একই আবহাওয়া থাকবে?আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নেওয়ার আগে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বাতাসে মিশছে জলীয় বাষ্প। সেই কারণেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ সপ্তমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলার কিছু অংশে হতে পারে ঝড়-বৃষ্টি। হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু সপ্তমী নয়, আগামী একাদশী পর্যন্তই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কেমন আবহাওয়া?
ষষ্ঠীর দিন কলকাতায় ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছিল। তবে বৃহস্পতিবার কলকাতায় ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস। বিকেলের দিকে মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ। দুপুর-বিকেলের দিকে কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গের আট জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ত সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবার, দশমী পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।