নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরের বিশেষ ‘পকসো’ আদালতে নতুন বিচারক হয়ে এলেন রীম্পা রায়। গত ৩০ সেপ্টেম্বর আলিপুরের ওই আদালতের বিচারক সুদীপ্ত ভট্টচার্য অবসর নেন। এরপরই ওই কোর্টে নতুন বিচারক তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে এই আদালতে একাধিক গুরুত্বপূর্ণ পকসো মামলার শুনানি চলছে। তারমধ্যে রয়েছে যাদবপুর র্যাগিং কাণ্ড সহ বহু সাড়া জাগানো মামলা। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ বলেন, পকসোর মতো গুরুত্বপূর্ণ কোর্টে দ্রুততার সঙ্গে নতুন বিচারক নিয়োগ হওয়ায় আমরা খুশি। এতে দ্রুত মামলার নিষ্পত্তি হবে।