সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা-সহ ১০ দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ৭ জন চিকিৎসক অনশনেও বসেছেন। সরকারি হাসপাতালের পরিষেবা আরও ভালো করার পক্ষেও সওয়াল করেছেন তাঁরা। আর এর মাঝেই হাসপাতালের ট্রমা কেয়ারে এসেছে রক্তমাখা গ্লাভস। চিকিৎসা সরঞ্জাম নিয়ে এ বার প্রশ্ন তুললেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। এই রক্তমাখা গ্লাভসের ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।জানা গিয়েছে, এ দিন আরজি করের এক ইন্টার্নের নজরে প্রথমে বিষয়টি আসে। তিনি এক জন HIV রোগীর চিকিৎসা করছিলেন। রক্ত নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো গ্লাভসের প্যাকেট খুলতেই তিনি চমকে ওঠেন। প্রাথমিকভাবে, ভুলবশত কেউ ওই প্যাকেটে ব্যবহৃত গ্লাভস ঢুকিয়ে দিয়েছেন ভেবেছিলেন তিনি। কিন্তু পরে ভুল ভাঙে। প্যাকেটের বাকি গ্লাভসও চেক করেন।
তখনই দেখা যায়, ওই প্যাকেটের প্রায় সব গ্লাভসেই একই সমস্যা রয়েছে। জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, এই ধরনের জিনিস দিয়ে কী ভাবে পরিষেবা দেওয়া সম্ভব? তাঁরা বলেন, ‘এই জিনিস ব্যবহার করলে তো রোগীর দেহে সংক্রমণ ছড়িয়ে পড়বে।’ বিষয়গুলি নিয়ে আগেও অভিযোগ জানালেও সুরাহা হয়নি বলে দাবি জুনিয়র ডাক্তারদের। হাসপাতাল সুপারকে বিষয়টি নিয়ে ফের অভিযোগ জানান জুনিয়র ডাক্তাররা।
সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে এ ধরনের সরঞ্জাম হাসপাতালগুলোতে পাঠানো হয়। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ জানান, সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হয়েছে। চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অব্যবস্থা নিয়েও নতুন বিতর্ক শুরু।