• দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত নয়, পুলিশ কর্মীদের বার্তা দিলেন নগরপাল
    হিন্দুস্তান টাইমস | ১০ অক্টোবর ২০২৪
  • আজ মহাসপ্তমী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠেছে মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই কলকাতা পুলিশের অফিসার এবং কর্মীদের নানা বিষয়ে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। লালবাজার সূত্রে খবর, কলকাতার সমস্ত থানা এবং ট্র্যাফিক গার্ডের অফিসারদের কমিশনার জানিয়ে দেন, দুর্গাপুজোয় দর্শনার্থীদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। দুর্ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিতে হবে। অভিযুক্ত অফিসার–কর্মীর বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করতে হবে। এমনকী প্রবীণ, মহিলা এবং শিশুদের সঙ্গে নম্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

    বাংলার দুর্গাপুজো ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। তাই এখন তা ধরে রাখতে এইসব বিষয়গুলির উপর নজর দেওয়া হচ্ছে। নগরপালের নির্দেশ, দুর্ব্যবহার করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করা যাবে না। এমন কাজ বরদাস্ত করা হবে না। দুর্গাপুজোর সময়ে কোনও পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুজোকে সকলের কাছে আনন্দঘন করে তুলতে নিরাপত্তা জোরদার রাখতে হবে। কারণ দুর্গাপুজোর সময় রাস্তাঘাটে অসংখ্য মানুষের ভিড় হয়। তাই তখন অপরাধ করার প্রবণতা দেখা দেয়। সাদা পোশাকে দিনরাত কড়া নজর রাখছেন পুলিশ কর্মীরা। তার সঙ্গে সিসিটিভি ক্যামেরায় চলছে সক্রিয় নজরদারি।


    এবার দুর্গাপুজোর জন্য শহরের রাস্তায় ১০ হাজার বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে টহলদারি। লালবাজার সূত্রে খবর, এখন কলকাতায় প্রায় ২৭ হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেগুলি লালবাজার কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটি ক্যামেরায় নজর রাখা হচ্ছে। প্রতিমা দর্শন করতে গিয়ে ভিড়ের মধ্যে যদি কেউ হারিয়ে যান তার জন্যও বিশেষ ব্যবস্থা রেখেছে কলকাতা পুলিশ। তারা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্মিলিতভাবে একটি পরিষেবা চালু করেছে—‘বন্ধু কলকাতা।’

    দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতা পুলিশের সমস্ত ছুটি বাতিল হয়েছে। নানা প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। পুজো মণ্ডপগুলিতে পুলিশ মোতায়েন থাকছে। রাতের দিকে টহল বাড়ানো হয়েছে। এমনকী চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর—৯১৬৩৭৩৭৩৭৩। দুর্গাপুজোর ভিড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে তাঁর পরিবার এই নম্বরে ফোন করে পুলিশকে তথ্য জানাতে পারবেন। পুলিশও সেই তথ্য অনুযায়ী খোঁজ করতে পারবেন। দুর্গাপুজোর দিনগুলিতে মদ্যপ চালকদের দাপট ঠেকাতে কড়া ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছে সব ট্র্যাফিক গার্ডগুলিকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)