এই সময়: এক ফুচকাওয়ালার ফুচকার ডালা ও তেঁতুল জলের হাঁড়ি ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ কলকাতার হাইপ্রোফাইল সিংহী পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি। সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনার মুখে সিংহী পার্ক পুজোর উদ্যোক্তরা তাঁদের এক ক্লাব সদস্যকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। তাঁকে আপাতত ক্লাবে না আসতে বলা হয়েছে। ফেসবুকে বিবৃতি পোস্ট করে এই ঘটনাকে অনভিপ্রেত বলে চিহ্নিত করেছে সিংহী পার্ক সর্বজনীন।এই ক্লাবের কর্তা ভাস্কর নন্দী বুধবার জানিয়েছেন, ‘বাকবিতন্ডার সময়ে সোমবার গভীর রাতে ওই ফুচকাওয়ালার ডালা পড়ে যায়। ইচ্ছা করে এই ঘটনা ঘটানো হয়নি। তবে আমরা ওই ফুচকাওয়ালকে ক্ষতিপূরণ দিয়ে সহায়তা করেছি।’ ভাস্কর এই যুক্তি দিলেও সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ‘এই সময়’ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ফুচকাওয়ালার ডালা, হাঁড়ি মাটিতে পড়ে রয়েছে।
View this post on InstagramA post shared by Debdip Chakraborty ● Kolkata (@chebladada)
এক মহিলা বলেছেন, ‘আপনারা এক গরিব মানুষের জিনিসপত্র নিয়ে যা করছেন তা কি ঠিক করেছে? আপনাদের ধিক্কার জানাই।’ তখন এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনারা যান। জানি। জানি।’ এরপরই মহিলা কন্ঠস্বরে ছিছিক্কার শোনা যায়। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র এক নেটিজেনের পোস্ট শেয়ার করেছেন।
সেই পোস্টে লেখা রয়েছে, ‘এক গরিব ফুচকাওয়ালার সব কিছু ভেঙে দিয়েছে। তাই বয়কট সিংহী পার্ক।’ একটি স্পনসর সংস্থার প্রচারসামগ্রী এই ফুচকাওয়ালা এবং এক আখওয়ালার জন্য আড়াল হচ্ছিল। তাই সিংহী পার্ক পুজোর প্রতিনিধিরা তাঁদের সরাতে গেছিলেন বলে ক্লাব সূত্রের খবর। যে দু-জনকে ভিডিয়োতে দেখা গিয়েছে তাঁদের মধ্যে এক এই ক্লাবের বর্তমান সম্পাদক।
ফেসবুকে সিংহী পার্ক সর্বজনীনের তরফে যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস রাখি আমাদের তরফে ভবিষ্যতে এই ধরণের কোনও ঘটনার পুনরাবৃত্তি হবে না।’