• পুজোর আগে অবাধে গাছের ডাল ছাঁটাই, সরব পরিবেশবিদেরা
    আনন্দবাজার | ১০ অক্টোবর ২০২৪
  • পুজোর আগে শহর জুড়ে নির্বিচারে গাছের ডাল ছাঁটার (ট্রিমিং) অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবেশবিজ্ঞানী থেকে শুরু করে পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ, মূলত বর্ষার আগে গাছের ডাল ছাঁটার নিয়ম। কিন্তু পুরসভা হেলায় সে সব নিয়ম উড়িয়ে দুর্গাপুজোর ঠিক আগে বিজ্ঞাপনী হোর্ডিং লাগানোর জন্য দেদার গাছের ডাল ছাঁটে। যার ফলে গাছের ভারসাম্য বিঘ্নিত হয়ে অল্প ঝড়বৃষ্টিতেই তা পড়ে যায়। পরিবেশবিজ্ঞানীরা বলছেন, এই নিয়মের পরিবর্তন না ঘটালে আগামী দিনে শহরে সবুজ রক্ষা করাই কঠিন হয়ে দাঁড়াবে।

    পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী বলেন, ‘‘পুরসভার গাছের ডাল ছাঁটার পদ্ধতিতে একাধিক ত্রুটি রয়েছে। যার অন্যতম, উপযুক্ত প্রশিক্ষণ না থাকা কর্মীদের দিয়ে কাজ করানো। এর ফলে ছাঁটাইয়ের নামে বড় বড় ডাল কেটে ফেলা হচ্ছে। যা পরিবেশের পক্ষে অত্যন্তবিপজ্জনক।’’ হাওড়ার বাগনান কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আক্রামুল হকের কথায়, ‘‘নিয়ম হচ্ছে, বর্ষার আগে গাছের ডাল ছাঁটতে হয়। তা না করে পুজোর ঠিক আগে শরতের মরসুমেগোটা কলকাতা জুড়ে ডাল ছাঁটাইয়ের ফলে গাছের বৃদ্ধিতে খামতি থেকে যাচ্ছে। কারণ, শরতের পরে আসবে শীতকাল। আগামী কয়েক মাস বৃষ্টির অভাবে গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা প্রবল।’’

    অবৈজ্ঞানিক পদ্ধতিতে কলকাতা পুরসভা গাছের ডাল কাটায় বছর কুড়ি আগে হাই কোর্টে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি বলেন, ‘‘পরিবেশের ভারসাম্য জলাঞ্জলি দিয়ে পুরসভার উদ্যান বিভাগ যে ভাবে গাছের ডাল ছাঁটে, তার প্রতিবাদ করে নথি-সহ মামলা করেছিলাম। আদালত পুরসভাকে ভর্ৎসনা করে নির্দেশ দিয়েছিল, বিজ্ঞানসম্মত ভাবে গাছের ডাল ছাঁটতে হবে। কিন্তু সেই নির্দেশ শুনেছে কে?’’

    সুভাষ দত্তের পর্যবেক্ষণ, ‘‘গাছের মোটা মোটা ডাল কেটে ফেলায় ওই সব গাছের মাটি গোড়া থেকে আলগা হয়ে যাচ্ছে। ফলে সেগুলি অল্প ঝড়েই ভেঙে পড়ছে। মাটির নীচে থাকা নিকাশি, জল, কেবলের সংযোগই গাছ পড়ে যাওয়ার একমাত্র কারণ নয়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে গাছের ডাল ছাঁটাইও গাছ পড়ে যাওয়ার অন্যতম কারণ।’’ এই মতকে সমর্থন করছেন আক্রামুলও।

    গাছের ডাল ছাঁটাইয়ে যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, তা স্বীকার করে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, ‘‘এটা ঠিকই যে,যাঁরা গাছের ডাল ছাঁটেন, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত নন। পরিবেশবিজ্ঞানীরা গাছের ডাল ছাঁটাই সংক্রান্ত যা অভিযোগ করছেন, সেটা তাঁরা পুরসভাকে জানান। তাঁদের প্রস্তাব মেনে আগামী দিনে নিশ্চয়ই কাজ করব।’’ তবে একই সঙ্গে মেয়র পারিষদ দাবি করেন, ‘‘শুধু বিজ্ঞাপনী হোর্ডিং থেকে আর্থিক লাভের জন্য গাছের ডাল ছাঁটা হয়, সে কথা ঠিক নয়। বিসর্জনের সময়ে প্রতিমা নিয়ে যেতে কোনও সমস্যাযাতে না হয়, তার জন্যও গাছের ডাল ছাঁটা হয়।’’
  • Link to this news (আনন্দবাজার)