• কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড়
    হিন্দুস্তান টাইমস | ১১ অক্টোবর ২০২৪
  • আজ মহাসপ্তমী। এই উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে উঠেছে মানুষজন। গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। এই আবহে সিবিআই চার্জশিটে নিয়ে এল মারাত্মক তথ্য। আর তা হল ধৃত সঞ্জয় রায় ৮ অগস্ট থেকে ৯ অগস্ট ভোর পর্যন্ত তিনবার মদ্যপান করেছিলেন। আরজি কর হাসপাতালের পিছনে বসে মদ্যপান করেছিল সঞ্জয়। এই মদ্যপানের খরচ জোগায় এক পুলিশকর্মী। তার টাকাতেই সঞ্জয় নিজের বন্ধুকে সঙ্গে নিয়ে মদ্যপান করে সেই রাতে। সুতরাং মদ্যপ অবস্থায় সঞ্জয় ধর্ষণ ও খুন করেছিল তরুণী চিকিৎসকে বলে উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে।

    আজ, মহাসপ্তমীর দিন অন্যান্য চিকিৎসকরাও অসুস্থ হয়ে পড়েছেন। টানা অনশনের জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে তা চলছে। কিন্তু গত সোমবার আরজি কর হাসপাতাল কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে সিবিআই বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল বলেই সিলমোহর পড়ল এখন।


    আজও ধর্মতলায় ১০ দফা দাবি নিয়ে অনশন–বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহে পুলিশের চিঠি পৌঁছে গিয়েছে অনশনকারীদের হাতে। বুধবার রাতে অনশন মঞ্চে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অপর্ণা সেন। আর এতকিছু ঘটে যাওয়ার পর সিবিআই চার্জশিটে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তা থেকে জানা যায়, সঞ্জয় আরও একজন সিভিক ভলান্টিয়ার সৌরভ ভট্টাচার্যকে নিয়ে মোটরবাইকে চেপে বেরিয়ে পড়ে। আরজি কর হাসপাতালে সৌরভের এক আত্মীয় ভর্তি ছিল।

    তবে এই সঞ্জয় রায় সেদিন রাতে আরজি কর হাসপাতালে গিয়ে একতলায় ট্রমা সেন্টারে এক রোগীর অপারেশনের বিষয়ে খোঁজ নেয়। কিন্তু ওই রোগীর বাড়ির কাউকে দেখতে না পেয়ে ইমার্জেন্সি বিল্ডিংয়ের চতুর্থ তলায় উঠে যায়। সেখান থেকে নেমে আসে তৃতীয় তলে চেস্ট মেডিসিন বিভাগে। তখন ঘড়িতে ভোর ৪টে ৩ মিনিট। আর তখনই সঞ্জয় ঢুকে পড়ে সেমিনার রুমে। যেখানের ম্যাট্রেসে শুয়ে ছিলেন তরুণী চিকিৎসক। তখন তা দেখে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটায় সঞ্জয় বলে উল্লেখ করেছে সিবিআই চার্জশিটে। এমনটাই সূত্রের খবর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)