• নবমীর সন্ধেয় ধর্মতলায় জমায়েতের ডাক, আমজনতাকে শামিল হওয়ার আহ্বান জুনিয়র ডাক্তারদের
    প্রতিদিন | ১১ অক্টোবর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দফা দাবিতে আমরণ অনশনে ৭ জুনিয়র ডাক্তার। রাজ্যের তরফে সমস্যা সমাধানে বৈঠকের আয়োজন করা হলেও রফাসূত্র মেলেনি। এরই মাঝে অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনিকেত মাহাতো। এই পরিস্থিতিতে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। নবমীর বিকেলে ধর্মতলায় জমায়েতের ডাক দিলেন তাঁরা। আমজনতাকে তাঁদের এই আন্দোলনের শরিক হওয়ার কথা বলেছেন আন্দোলনকারীরা।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)