• যাঁরা পথের ধারে বোতল কুড়িয়ে বাঁচেন, তাঁদের জীবন উঠে এল হাতিবাগানের নলিন সরকার স্ট্রিটের থিম ভাবনায়
    আনন্দবাজার | ১১ অক্টোবর ২০২৪
  • কলকাতার উত্তরের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় দুর্গা পুজো হল নলিন সরকার স্ট্রিটের পুজো। প্রতি বছর এই পুজো বিশেষ থিম ও কারুকাজের মাধ্যমে দর্শকদের মন মাতিয়ে চলে। ২০২৪ সালেও এই পুজো তার ব্যতিক্রম ছিল না।

    এই বছরের থিম ‘শহরনামা’। মণ্ডপটিতে বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহকারী মানুষদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তাদের কাজ, সংগ্রাম, আনন্দ - সবকিছুই কাগজের মাধ্যমে মূর্তিমান করা হয়েছে। এই থিমটি দিয়ে পুজো কমিটি তাঁদের প্রতি সম্মান জানিয়েছে এবং তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়েছে।

    মণ্ডপের সম্পূর্ণ সজ্জার মধ্যে দিয়ে এই প্রান্তিক মানুষদের জীবনের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। মণ্ডপের চারপাশে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর আলোকসজ্জাও অত্যন্ত সুন্দর। আলোর খেলায় মণ্ডপটি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

    নলিন সরকার স্ট্রিটের দুর্গা পুজো কলকাতার একটি প্রতিষ্ঠিত পুজো। প্রতি বছর এই পুজো নতুন নতুন থিম ও কারুকাজের মাধ্যমে দর্শকদের মন মাতিয়ে চলে। এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই পুজোর মাধ্যমে কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)