অষ্টমীতেও তুমুল বৃষ্টি, ভাসবে একাধিক জেলা, জারি হল সতর্কতা
আজকাল | ১১ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অষ্টমীর সকালে চড়া রোদ। রোদ ঝলমলে আকাশ। কিন্তু বেলা গড়ালেই ধূসর মেঘে ঢাকবে বাংলার আকাশ। ঝেঁপে নামবে বৃষ্টি। আজকেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? জানিয়ে দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, শনিবারেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের সব জেলা।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা থেকেই সন্ধের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বিকেল থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। সোম এবং মঙ্গলবার দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
পাশাপাশি আজ উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি থামলেও, উত্তরের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে ১৬ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত।