অন্যদের থেকে ২৪ ঘণ্টা পর অনশনে, কেন চিন্তা অনিকেতকে নিয়েই?
এই সময় | ১১ অক্টোবর ২০২৪
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুবিচার-সহ মোট ১০ দফা দাবিতে গত শনিবার ধর্মতলায় 'আমরণ অনশন'-এ বসেছিলেন ৬ জন জুনিয়র চিকিৎসক। রবিবার তাঁদের যোগ দেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার পর্যন্ত সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা ফলপ্রসূ হয়নি। এ দিকে রাতেই অনিকেতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত ভর্তি করা হয় আরজি কর হাসপাতালের সিসিইউ-তে। এখনও অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা এবং পুলস্ত্য আচার্য।অনুষ্টুপ, স্নিগ্ধাদের থেকে প্রায় ২৪ ঘণ্টা পরে অনশনে বসেন অনিকেত। কিন্তু অন্যদের তুলনায় তাঁর শারীরিক অবস্থা অপেক্ষাকৃত বেশি খারাপ। কিন্তু কেন এই জুনিয়র চিকিৎসকের স্বাস্থ্য অন্যদের তুলনায় বেশি ভেঙেছে?
সিনিয়র চিকিৎসকদের একাংশের কথায়, ‘অনশনরত অন্যান্যদের হাইপারটেনশন-এর কোনও মেডিক্যাল হিস্ট্রি নেই। যাঁরা হাইপারটেনশন-এ ভোগেন তাঁদের হার্ট এবং কিডনি অপেক্ষাকৃত দুর্বল হয়। শরীরের ‘মেটাবলিক ফাংশন’ -ও প্রভাবিত হয়।’
তাঁদের সংযোজন, ‘সাধারণত দীর্ঘক্ষণ খাবার বা জল না খেলে প্রথমে দেহ শক্তি সঞ্চয় করে ত্বকে জমিয়ে রাখা গ্লুকোজ থেকে। আর সেই সময় যদি অতি দীর্ঘ হয় সেক্ষেত্রে গ্লাইকোজেন থেকেও দেহ কিছুটা শক্তি সঞ্চয় করে। এরপর ধীরে ধীরে ভাঙতে থাকে মাসল বা পেশি। তাও যদি শেষ হয় যায় সেক্ষেত্রে দেহে কিটোন তৈরি হয়, যা অতি বিষাক্ত। কিটোন কোনও ব্যক্তির হার্ট বা কিডনির ক্ষতি করতে পারে।’
আরজি কর হাসপাতালের সিসিইউ ইন-চার্জ, অ্যানাসথেসিয়া বিভাগের প্রধান ডাক্তার সোমা মুখোপাধ্যায় জানিয়েছেন, অনিকেতের মূত্রে কিটোন ফোর প্লাস পাওয়া গিয়েছে, যা উদ্বেগজনক। অনিকেতের আগে থেকেই উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসারের সমস্যা) ছিল বলেও জানিয়েছেন তিনি।
আপাতত আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন অনিকেত। চিকিৎসকরা জানাচ্ছেন, আগের থেকে সামান্য ভালো রয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও 'স্থিতিশীল' বলা চলে না বলেও জানাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের দাবিগুলি সংবেদনশীলভাবে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ই-মেল করেছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স'। জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার অনুরোধ করেছে এই সংগঠন।