• চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে খুনের হুমকি মালদা মেডিক্যালে
    হিন্দুস্তান টাইমস | ১১ অক্টোবর ২০২৪
  • মালদা মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ মৃত রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের অধ্যক্ষ। এমনকী ঘটনার সময় ভিডিয়ো তোলায় এক জুনিয়র চিকিৎসককেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।


    পড়তে থাকুন - কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড়

    চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মালদা মেডিক্যাল কলেজে এক গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতালে পৌঁছতেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির। চিকিৎসকদের দেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এর পর এক চিকিৎসককে ধমকাতে শুরু করেন মৃতের আত্মীয় এক মহিলা। হাসপাতালের চেয়ারগুলি ধাক্কা দিয়ে ফেলে দিতে থাকেন তিনি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে চিৎকার করতে থাকেন তিনি। সেই সময় এক জুনিয়র ডাক্তার ওই মহিলার ভিডিয়োগ্রাফি করছিলেন। অভিযোগ, হাসপাতাল থেকে বেরোলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন ওই মহিলা।

    ঘটনার জেরে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে আতঙ্ক ছড়ায়। নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে ওই মহিলাকে নিরস্ত করেন। এর পর রাতেই রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা।


    হাসপাতালের তরফে স্পষ্ট জানানো হয়েছে। ওই রোগীর যথাযথ চিকিৎসা হয়েছে। তার পরও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে হাঙ্গামা করা হয়েছে। ঘটনার জেরে নিরাপত্তার অভাবে ভুগছেন মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)