• ঋণের কিস্তি শোধ নিয়ে বিবাদ, সপ্তমীর সন্ধেয় মায়ের মাথায় কোদালের কোপ বসাল ছেলে
    হিন্দুস্তান টাইমস | ১১ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজোর মধ্যে বীভৎস দৃশ্যের সাক্ষী থাকল মুর্শিদাবাদের নবগ্রামের ঘোষপাড়া। ধারের টাকা শোধ করবে কে এই নিয়ে বিবাদের জেরে সপ্তমীর সন্ধ্যায় মায়ের মাথায় কোদালের বাট দিয়ে আঘাত করে খুন করল ছেলে। অভিযুক্ত শুকদেব ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত বাণী ঘোষের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


    পড়তে থাকুন - কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড়

    প্রতিবেশীরা জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে মোটা টাকা পার্সোনাল লোন নিয়েছিলেন শুকদেব। সেই ধারের টাকা কে শোধ করবে তা নিয়ে বিবাদ চলছিল মা ও ছেলের মধ্যে। শুকদেবের দাবি, ঋণের কিস্তি দিতে হবে মা-কেই। কিন্তু মা তা মানতে রাজি ছিলেন না। এই নিয়ে মা - ছেলের মধ্যে প্রায় রোজই ঝামেলা হত। পরিবারের অন্য সদস্যরা চেষ্টা করেও রুখতে পারতেন না শুকদেবকে।

    স্থানীয়রা জানাচ্ছেন, বৃহস্পতিবার বিকেলেও শুকদেব ও বাণীদেবীর মধ্যে ঋণের কিস্তি দেওয়া নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদ চরম আকার ধারণ করলে হাতের কাছে থাকা কোদাল নিয়ে তার বাট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন শুকদের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েনম বাণীদেবী। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা পাঁচগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় পরিবারের ৫ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, অভিযুক্ত শুকদেবকে পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুকদেবের কড়া শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরাও। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)