• গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ১১ অক্টোবর ২০২৪
  • খাস কলাকায় মণ্ডপে ঢুকে দুর্গাপুজো বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ। ভিডিয়ো পোস্ট করে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গার্ডেনরিচের নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঢুকে দুষ্কৃতীরা পুজো বন্ধ না করলে মণ্ডপ ও মূর্তি ভাঙচুরের হুমকি দিয়েছে বলে দাবি তাঁর।


    পড়তে থাকুন - কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড়

    শুক্রবার অষ্টমীর বিকেলে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিছু যুবক একটি মণ্ডপে ঢুকে ধাক্কাধাক্কি করছে। সঙ্গে চলছে ব্যাপক শোরগোল। সেই ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘আজ কলকাতা পুলিশের আওতাভুক্ত গার্ডেনরিচ এলাকার নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় দুষ্কৃতীদের বিনা প্ররোচনায় হামলা চালায় এবং পুজো বন্ধ না করলে মায়ের মূর্তি, মণ্ডপসহ পুরো প্যান্ডেল ভাঙচুর করার হুমকি দেয়।

    ক্লাব কতৃপক্ষইতিমধ্যেই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেছে। আমি কলকাতা পুলিশের কমিশনার মাননীয় শ্রী মনোজ কুমার ভার্মার কাছে দাবি করছি, এই ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই নোংরা মানসিকতা ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রচেষ্টার আমি তীব্র নিন্দা করি।

    দুষ্কৃতীদের এমন প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে। এদের বোঝাতে হবে যে এটা কলকাতা, ঢাকা নয়।'


    বলে রাখি, সপ্তমীর সন্ধ্যায় একই রকম অভিযোগ উঠেছিল আলিপুরদুয়ারের ফালাকাটায়। সেখানে মণ্ডপে ঢুকে পুজোর শঙ্খ ও লাউড স্পিকার বাজালে মূর্তি ভাঙচুরের হুমকি দেয় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)