• প্রতিবাদে স্তব্ধ ‘নির্বাক’ জীবনের প্রতিচ্ছবি চক্রবেরিয়া সর্বজনীন
    আনন্দবাজার | ১২ অক্টোবর ২০২৪
  • রোজকার জীবনের অঙ্গ খবরের কাগজ। খবর যেমন প্রত্যেক ব্যক্তির প্রতি মুহূর্তের সঙ্গী তেমনই সব সময়ে যে সবাই সব খবরে সোচ্চার হয় তাও নয়। প্রতিবাদ তখন হয়ে যায় স্তব্ধ। নির্বাক হয়ে মানুষ মিশে যায় জনসমুদ্রে।

    এই ভাবনাকে মাথায় রেখেই এবার চক্রবেরিয়া সর্বজনীনের থিম ‘নির্বাক’। শিল্পী মানস দাস তাঁর এই ভাবনার মাধ্যমে এক সামাজিক বার্তা দিতে চেয়েছেন দর্শনার্থীদের অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষকে। বাস্তব জীবনে অনেক কিছুই ঘটে যায়, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ থাকে নির্বাক। তাই খবরের কাগজ দিয়ে মুড়ে ফেলা হয়েছে সমগ্র মণ্ডপ।

    উদ্যোক্তা সৌরভ বন্দ্যোপাধ্যায় জানালেন, “চারপাশে আমরা অনেক কিছু দেখি। সারা পৃথিবীতে ঘটে চলা ঘটনার স্রোত বয় আমাদের পাশে। কিন্তু সামাজিক বাধ্যবাধকতা বা অনেক কারণে আমরা সেইসব ঘটনায় প্রতিবাদ জানাই না। যতক্ষণ না সেই ঘটনা আমার জীবনে ঘটছে ততক্ষণ আমরা তা নিয়ে সোচ্চার হয় না। সেইসব নির্বাক মানুষের চিন্তাধারাকে ফুটিয়ে তুলতে এবারের থিম নির্বাক।”
  • Link to this news (আনন্দবাজার)